আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের একটি অংশ পুনর্দখলে নিয়েছে তালেবান। এর আগে, রোববার সকালের দিকে মার্কিন বিমান বাহিনীর সহায়তায় শহরটি দখলে নেওয়ার দাবি করে আফগান সেনাবাহিনী। এরপরেই আবার কুনদুজ পুনর্দখলের দাবি জানালো তালেবানরা। খবর আলজাজিরার।কুনদুজ শহরের দখল নিয়ে বেশ কয়েকদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবান বিদ্রোহীদের ব্যাপক লড়াই চলছে। তালেবানবিরোধী অভিযানে আফগান বাহিনীকে সহায়তা করতে শনিবার কুনদুজে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর রোববার সকালের দিকে আফগান সরকারি বাহিনী শহরটির নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। পরে তারা সফলও হয়। কিন্তু কুনদুজের দখল দীর্ঘস্থায়ী করতে পারেনি আফগান সেনারা। তালেবান বিদ্রোহীদের পাল্টা আক্রমণে শহরটি থেকে পিছু হটতে বাধ্য হয় তারা।স্থানীয় বাসিন্দারা জানান, হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরটির রাস্তায় অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।এদিকে, কুনদুজের দখল নিয়ে আফগান সরকারি বাহিনীর সমন্বয়হীনতা ও নেতৃত্বের সংকট দেখা গেছে। শহরটিতে অন্তত ৭ হাজার সৈন্য মোতায়েন থাকলেও তারা কুনদুজের পুনর্দখল নিতে ব্যর্থ হচ্ছে।এর আগে, কুনদুজে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস স্যানস ফ্রনটিয়ারসের (এমএসএফ) একটি হাসপাতালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট বিমান হামলা চালায়। হামলায় হাসপাতালটির ১২ জন কর্মী ও তিন শিশুসহ সাতজন রোগী নিহত হওয়ার পর রোববার কর্মীরা হাসপাতালটি ত্যাগ করেছেন।এসআইএস/এমএস
Advertisement