লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় ১২ জেলেকে আটক করেছে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এ সময় ১৪ হাজার মিটার জাল ও ৫০টি মা ইলিশ জব্দ করা হয়। সোমবার ভোর রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত কমলনগরের মেঘনা নদীর মতিরহাট,বাতিরঘাট ও লুধূয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, সাহাবুদ্দিন (৪০), জসিম (৩০), রিপন (১৮), মিজান (২৫), মাইন উদ্দি ন(৩০),বারেক (৪০), গিয়াস উদ্দিন (৩০) ও দুলাল (৩৩)। তাদের প্রত্যেকের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা মজু চৌধুরীর হাট এলাকায়।কমলনগরের হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন জাগো নিউজকে জানান, নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১০ হাজার মিটার জাল ও ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হবে। কাজল কায়েস/এসএস/এমএস
Advertisement