রাজনীতি

তাবিথের বাসায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মান দস্তগীর।

Advertisement

বুধবার রাত ৮টার দিকে গুলশানে তাবিথের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাবিথের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

তাবিথের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা একাধিক সূত্র বৈঠকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সূত্রগুলোর দাবি, আসন্ন সিটি নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মার্কিন দূতাবাস কর্মকতার সঙ্গে পিতা-পুত্র দুই বিএনপি নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে তাবিথ আউয়ালের চমৎকার সম্পর্ক রয়েছে। গতকাল তার ওপর হামলা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত খোঁজখবর নিচ্ছেন শুনেছি। তার বাসায়ও খোঁজখবর নিতে গিয়েছিলেন। নিশ্চয় সেখানে তারা নির্বাচনের পরিবেশ জানতে চেয়েছেন, তাদের কাছে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

তবে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তাবিথের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদ হাসান জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

কেএইচ/বিএ

Advertisement