সাহিত্য

শেখ ফিরোজের কবিতা

ধুয়ে যাক অশ্রু কঙ্কাল

Advertisement

কতটা নীরবে হেঁটে যাও জল এ পাড়া থেকে ও পাড়া! কেউ জানে না। কেউ শোনে না সে নিঃশব্দের আর্তনাদলোচন থেকে চিবুক; অতঃপর শীতার্ত মাটিতে এক ফোটা উষ্ণতা! এই করে নিঃশেষ হও; এইভাবে নত হও জল; পেরিয়ে সীমানা। কতটা পথ হেঁটে যাও তুমি, কেউ জানে না। আমি জানি। সে পথ ষাট হাজার মাইল দূরত্বের। প্রথমে খাদ্য; খাদ্য থেকে রক্ত। অতঃপর তুমি জল হও খুব বেখেয়ালে। ফিরে যাওয়া তোমার ইতিহাসে নেই। তবুও কপোলে যখনই দেখেছি কঙ্কাল তোমার, ভেবেছি—এই বুঝি শেষ। সমুদ্রের জোয়ারের কানুন ভেঙেই আবার আসো কত পথ হেঁটে! এই তো কষ্ট আমার। পথ হাঁটার কষ্ট। আমি চাই বড় কোন প্লাবন হোক।ধুয়ে যাক অশ্রু কঙ্কাল; মুক্তি পাক চোখ।

এসইউ/পিআর

Advertisement