প্রকাশ হলো কবি ও গীতিকবি অতনু তিয়াসের নতুন গান ‘কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায়’। শুধু গান নয়, মিউজিক ভিডিও রূপে দর্শক-শ্রোতাদের সামনে এসেছে গানটি। মূলত কাব্যনির্ভর গানই এ শিল্পীর স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য। এ গানেও রয়েছে সেই ছাপ রয়েছে।
Advertisement
অতনু তিয়াস বলেন, ‘২০০০ সালের দিকে লেখা এ গানটি দীর্ঘদিন পর প্রকাশ করতে পেরে কিছুটা ভারমুক্ত হলাম। মূলত লোকধারার গান বাঁধতে ও গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এ গানও তার ব্যতিক্রম নয়। আমাদের পদাবলির ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে প্রেমের এ গানটি করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’
গাওয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রোকন ইমন। গানটির চিত্রায়ণ করেছেন আরাফাত সেতু। আর এ গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন মাসুদা ফেরদৌস নিশাত ও শিশির রোয়েদাদ। নৃত্য নির্দেশনায় ছিলেন আফসানা মিমি।
ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন এস কে জুয়েল এবং সম্পাদনা ও রংবিন্যাসে এম লতিফ। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য নিবেদিত এ গানটি প্রকাশ হয়েছে অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
Advertisement
এমএবি/এমএস