আন্তর্জাতিক

দুই দিনের সফরে ভারতে অ্যাঙ্গেলা মের্কেল

তৃতীয় দফা আন্তঃসরকার পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। রোববার তিনি নয়া দিল্লি বিমানবন্দরে পৌঁছান। এরপর রাষ্ট্রপতি ভবনে তাকে অভ্যর্থনা দেওয়া হয়। খবর এনডিটিভির। সোমবার (আজ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অ্যাঙ্গেলা মের্কেলের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য, অর্থনীতি, নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ুসহ অন্যান্য বিষয়েও আলোচনা হবে।দুই দিনের ভারত সফরে দেশটির রাষ্ট্রপতি প্রণব মূখার্জি ও পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত করবেন। এরপর মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে একটি ব্যবসায়িক সম্মেলনে অংশ নেবেন মের্কেল।নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারত সফর করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এর আগে, গত এপ্রিলে জার্মানিতে মের্কেলের সঙ্গে সাক্ষাত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এসআইএস/পিআর

Advertisement