অমর একুশে বইমেলায় আসছে কবি ও প্রাবন্ধিক পীযূষ কান্তি বড়ুয়ার কাব্যগ্রন্থ ‘১০০ কবিতা’। বইটি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ১২৮ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
Advertisement
বইয়ের কবিতাগুলো বাস্তব, কল্পনা ও পরাবাস্তবতার নির্যাসে নির্মিত হওয়া এক অনবদ্য শিল্পকথন। নিসর্গ, দর্শন, পারস্পরিক সম্পর্কের টানাপড়েন, রাষ্ট্র ও সমাজের ঘটনাপ্রবাহ—সবই কবির সৃজনশস্যে চিত্রিত হয়ে উঠেছে নান্দনিক পরিমিতি নিয়ে।
সাহিত্যের সব শাখায় পীযূষ কান্তি বড়ুয়া লিখছেন। শৈশবে খেলাঘরের সাহিত্য বাসরে ছড়া দিয়ে লেখালেখির সূচনা। তারপর কবিতা, প্রবন্ধ, কথাসাহিত্যসহ সব ক্ষেত্রেই নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। স্থানীয় দৈনিকে সাহিত্য ও স্বাস্থ্য বিষয়ক কলাম লিখছেন নিয়মিত।
বইমেলায় তার ‘১০০ কবিতা’ কাব্যগ্রন্থের পাশাপাশি ‘লুই পা’র কলম’ এবং ‘ভুতুড়ে পাখা’ নামে দুটি শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘প্রসিদ্ধ প্রকাশনী’ থেকে প্রকাশিত হচ্ছে।
Advertisement
বইটি সম্পর্কে পীযূষ কান্তি বড়ুয়া বলেন, ‘কবিতা জীবনবিচ্ছিন্ন কোন শিল্প নয়। কবিতায় মূর্ত হয়ে ওঠে জীবনবোধ আর জীবন ও জগতের বিভিন্ন ক্রিয়া-প্রতিক্রিয়া। কল্পনায় ভর করে বাস্তবকে টেনে কবি চলে যান পরাবাস্তবতায়। আবার চারপাশের ঘটনাপ্রবাহ কবির সংবেদী মনকে জাগিয়ে দেয়। ফলে কবিতায় উঠে আসে জীবন-দর্শন, আশা-নিরাশা ইত্যাদি।’
এসইউ/জেআইএম