স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চায়ের আড্ডায় মাতলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
Advertisement
গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বর্তমান ও সাবেক তিন মন্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু লিখেন, ‘ঐতিহাসিক ছবি...।’
২০১৪ সালের ২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আসাদুজ্জামান খান কামাল। পরের বছরের ১৪ জুলাই পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
Advertisement
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ঢাকা-১২ আসনের এই এমপি। মন্ত্রিত্ব পেয়ে প্রতিবারই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মহীউদ্দীন খান আলমগীরকে দায়িত্ব দেয়া হয়। তবে সাভারের রানা প্লাজা ধসের পর তার এক মন্তব্যে ব্যাপক সমালোচনা হয়।
অন্যদিকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাড. শামসুল হক টুকু। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মতিউর রহমান নিজামীকে পরাজিত করে তিনি তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জেএইচ/জেআইএম
Advertisement