ভারতের রাষ্ট্রীয় অতিথি হয়ে দেশটিতে সফরে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০১৫র অংশ হচ্ছেন এই দুই তারকা।২০১২ সাল থেকে শুরু হওয়া নিয়মিত এই আয়োজনে বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১০০ জনের দলে থাকছেন তারাও।শনিবার এ উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক মিলনায়তনে ভারতীয় দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পঙ্কজ সরণের উদ্যোগে আয়োজন করা হয় ফ্ল্যাগ অফ ইভেন্ট। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন মিম ও পার্থ।ভারতের হাইকমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় এই সফরে অংশগ্রহণকারীরা নয়া দিল্লী, আগ্রা, জয়পুর এবং কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন করার পাশাপাশি ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মূখার্জীর সঙ্গে দেখা করবেন।রাষ্ট্রীয় এই সফর নিয়ে দারুণ উচ্ছ্বসিত মিম ও পার্থ। তারা এই সফরকে নিজেদের ক্যারিয়ারের জন্য বিশেষ প্রাপ্তি ও সম্মানের বলে মনে করছেন। এলএ/পিআর
Advertisement