বাংলাদেশে দেশি বিদেশি মানুষ হত্যা, খুন, গুম, টেন্ডারবাজি ও চাঁদাবাজির কারণে প্রধানমন্ত্রীর সব অর্জন শেষ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।তিনি বলেন, দেশে আজ শিশু নিরাপদ নয়, বিদেশিরা নিরাপদ নয়। এর আগে মায়ের পেটের শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। আমরা দুর্বৃত্তদের শাস্তি চেয়েছি। কিন্তু জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি সরকার।সোমবার দুপুরে রাজধানী বনানীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলার প্রতিনিয়ত অবনতি ঘটছে। দেশে সুশাসন নেই। জানমালের নিরাপত্তা নেই। দলীয় সন্ত্রাস চলছে। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না। বিচারহীনতার কারণেই দেশের আজ এ অবস্থা।এরশাদ জানমালের নিরাপত্তায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ঈদুল আজহার আগে দলীয় সন্ত্রাসের বলি হয়েছে দুই নিরীহ মানুষ। কিন্তু এর বিচার হয়নি। ঈদের পরে দু’জন বিদেশি খুন হয়েছেন। মাতাল অবস্থায় থাকা একজন এমপির গুলিতে শিশু আহত হয়েছে।এরশাদ বলেন, জানমালের নিরাপত্তা বিধান সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সরকার এতে ব্যর্থ হয়েছে। দেশের গণতন্ত্র আজ অর্থহীন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী প্রমুখ।এএম/এআরএস/এমএস
Advertisement