জাতীয় নারী হ্যান্ডবলে বিজেএমসির রাজত্বে গত বছরই হানা দিয়েছিল বাংলাদেশ আনসারের মেয়েরা। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়া বিজেএমসির হাত থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিল তারা। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের চেষ্টা করেও পারেনি বিজেএমসি- এবারো ট্রফি থাকলো আনসারের মেয়েদের হাতে।
Advertisement
আজ (মঙ্গলবার) পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ আনসার ৩৩-২৫ গোলে হারিয়েছে বিজেএমসিকে। বাংলাদেশ আনসার প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়েছিল। বিজয়ী দলের খাদিজা ১১ গোল করেন। বিজেএমসির শিল্পী আকতার করেছেন ৮ গোল। বাংলাদেশ আনসারের আলপনা আক্তার আসর সেরা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
তৃতীয় হয়েছে জামালপুর। স্থান নির্ধারণী খেলায় তারা ৩৫-১৯ গোলে নওগাঁকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-৯ গোলে এগিয়ে ছিল। জামালপুরের মিষ্টি খাতুন ১১ এবং বিজিত দলের নাজনীন ৭ গোল করেন।
আরআই/আইএইচএস/এমএস
Advertisement