ক্যাম্পাস

বিইউপিতে মাদকের অপব্যবহার ও প্রতিকার বিষয়ক সেমিনার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘মাদকদ্রব্যের অপব্যবহার এবং তার প্রতিকার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার রোধ কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Advertisement

ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজ (এফএমএস)-এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার এবং জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ডা. অরুপ রতন চৌধুরী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।

সেমিনারে বক্তারা মাদক কীভাবে একটি জীবন, পরিবার ও জাতিকে ধ্বংস করে দেয় তার বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরেন। একই সাথে মাদক নিরাময়ের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Advertisement

এমইউএ/এমএআর/এমএস