বিনোদন

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে লাভ ম্যারেজ ও অগ্নি ২

প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের খোরাক দিতে মালয়েশিয়ার ১৭টি ফাইভ স্টার মানের সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’। পাশাপাশি মালয়েশিয়া সেন্সরবোর্ড থেকে কর্তনবিহীন ছাড়পত্র পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা অগ্নি-২। আগামী ৩১ অক্টোবর ও পহেলা নভেম্বর কুয়ালালামপুর জি এস সি এন ইউ সিনেমা হলে মুভিটি দেখানো হবে।শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। মালয়েশিয়ায় পর্যটকদের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং রসনা বিলাস রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়। আর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়ার রিগেল পিকচার্স। ‘লাভ ম্যারেজ’ মুক্তির মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হলো বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন এবং মালয়েশিয়ার সিনেমা হলগুলোতে নিয়মিত দেখা যাবে বাংলাদেশি চলচ্চিত্র।সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, রিগেল পিকচার্সের চেয়ারম্যান রাজা আচমান, সি ই ও মি. প্রকাশ, রাসলিতা, সুচিত্রা চীফ অপারেশন কর্মকর্তা কেসাভান এবং বাংলাদেশিদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. পিয়ার আহমেদ আকাশ, কমিউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবির, যুগ্ন সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক, সাংবাদিক জহিরুল ইসলাম হিরণ, মুস্তফা ইমরান রাজু, রবিউল ইসলাম প্রমুখ।এদিকে অগ্নি’র মতো ‘অগ্নি-টু’তেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহী। বিপরীতে রয়েছে কলকাতার ওম গ্বোস্বামী। মালয়েশিয়ার বিখ্যাত পরিচালক এম সুবাস মান্নান ‘অগ্নি ২’ মালয়েশিয়ায় ছবিটি মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। তারই আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ার সেন্সরবোর্ড ছবিটি চালানোর অনুমতি দিয়েছে।এই ছবি প্রসঙ্গে এম সুবাস মান্নান বলেন, ‘ছবিটি আমি দেখেছি। অত্যন্ত ভালো মানের ছবি। ছবিটি মালয়েশিয়া সেন্সরবোর্ড দেখে অনুমতি প্রদান করেছে। আশা করি ছবিটি মালয়েশিয়া প্রবাসীদের ভালো লাগবে।এলএ/পিআর

Advertisement