লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে জাল, নৌকা জব্দ করেন। পরে সেন্টারঘাট এলাকায় জব্দকৃত জালগুলো প্রকাশ্যে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। সরকারের এ পদক্ষেপ বাস্তবায়ন করতে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা।কাজল কায়েস/এএ /এমএস
Advertisement