রাজনীতি

১৫ অক্টোবরের মধ্যে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

চলতি মাসের ১৫ তারিখের মধ্যে গঠন করা হচ্ছে সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। বিভিন্ন সিন্ডিকেট থেকে বেরিয়ে নিয়মিত ছাত্র, যোগ্য ও পরীক্ষিতদেরকে দিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।  ছাত্রলীগ সূত্রে জানা গেছে, চলতি (অক্টোবর) মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে পদ প্রত্যাশীদেরকে জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এসব জীবন বৃত্তান্ত দ্রুত সময়ে যাচাই-বাছাই শেষে ১৫ অক্টোবরের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তবে অপর একটি সূত্র বলছে, সব কিছু ঠিক থাকলে ১২ বা ১৩ অক্টোবরও ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হতে পারে।ছাত্রলীগের বর্তমান কমিটি সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন জাগো নিউজকে বলেন, যথাসময়ে পদ প্রত্যাশীদেরকে জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এর মাধ্যমে বয়স যাচাই-বাছাই করা হবে। যাদেরকে পদ দেয়া হবে তাদের বিষয়ে কেন্দ্রীয় নেতারা আগে থেকেই অবগত। পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মধ্য দিয়ে ছাত্রলীগকে আরো শক্তিশালী করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ কাউন্সিলের পর থেকে শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে এলাকাভিত্তিক দলীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা-মন্ত্রী ও ছাত্রলীগের সাবেক নেতাদের কাছে ধর্নাও দিচ্ছেন পদ প্রত্যাশিরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে গত ২৫-২৬ জুলাই ছাত্রলীগের সম্মেলনে ভোটের মাধ্যমে সাইফুর রহমান সোহাগকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেদিন রাতেই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আরো তিন সদস্য মিলিয়ে মোট ৫ সদস্যের অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বাকী তিনটি পদের মধ্যে-সহ-সভাপতি হন আজিজুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক-আসাদুজ্জমান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনােনীত হন মোবারক হোসেন।পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জাগো নিউজকে বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এক্ষেত্রে কোনো সিন্ডিকেড প্রভাব বিস্তার করতে পারবে না। অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গকরণের ব্যাপারে সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, যাদের বয়স আছে, মেধাবী ছাত্র এবং সংগঠনের প্রতি কমিটেড তাদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেয়া হবে। তিনি বলেন, পদ প্রত্যাশীদেরকে ১০ অক্টোবরের মধ্যে সিভি জমা দিতে বলেছি। এরপর শিগগিরই আমরা ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবো। এমএম/আরএস/এমএস

Advertisement