দুই চাকা বিশিষ্ট ব্যাটারিচালিত মটরবাইকের রেজিস্ট্রেশন কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।আগামী দুই সপ্তাহের মধ্যে বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট তিনজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।ব্যবসায়ী অঞ্জন ব্যানার্জি ওই রিট দায়ের করেছিলেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট কাজী মোহাম্মদ আরিফুর রহমান।
Advertisement