লজ্জাযে অন্নহীন, তাহার আবার লজ্জা কি?- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়যার লজ্জা নেই, তার বিবেকও নেই। – টমাস ফুলারক্ষতিগ্রস্তদের লজ্জা থাকে না। – স্পেনসারজীবনে একটি মাত্র লজ্জাই আছে, সে হচ্ছে অসুস্থ হওয়া। – হিটলারতরুণদের কাছে লজ্জা হল অলঙ্কারস্বরূপ, বৃদ্ধদের কাছে অপমানস্বরূপ। – এরিস্টটলবচনচেয়ে চেয়ে চোখের ক্ষয়পর ভরসা কিছুই নয়। অর্থ : পরের ভরসা করা নিরর্থক এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস
Advertisement