রাজনীতি

জয়ী হতে নয়, নির্বাচনকে বিতর্কিত করতে কাজ করছে বিএনপি : কাদের

লোক দেখানোর জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

তিনি বলেছেন, ‘বিএনপি জয়ী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না বরং নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশ নিচ্ছে। তাই তারা পরাজয় মেনে নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতেই তারা নানা বক্তব্য রাখছে।’

রোববার (১৯ জানুয়ারি) থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

‘ইভিএম নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে। ঢাকা সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ ও পেছানোতে নির্বাচন কমিশনের অজ্ঞতা প্রকাশ পাচ্ছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রেক্ষিতে কাদের বলেন, ‘তাদের (বিএনপি) এসব আচারণ কথাবার্তায় একটা বিষয় ক্রমেই দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটা হলো, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা লোক দেখানো।’

Advertisement

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে জেতার টার্গেটের চেয়ে তাদের বড় লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। ইভিএম নিয়ে তারা বিষোদগার করছে, ইভিএম নিয়ে যতটা না তার চেয়ে বেশি হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য। নির্বাচনে তাদের পরাজয়ের যে আভাস, সেটা এড়ানোর জন্য তারা ইভিএমকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। আসলে তারা নির্বাচনটাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চায়।’

তিনি বলেন, ‘তাদের নির্বাচনে জেতার কোনো লক্ষণ নেই। পরাজয় নিশ্চিত জেনেই তারা আজকে আবোল-তাবোল বলছে। কখনো নির্বাচন কমিশন, কখনো ইভএম ও কখনো সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যাচ্ছেন। আসলে নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্যেই তারা এগুলো করে যাচ্ছেন।’

এদিকে রোববার (১৯ জানুয়ারি) সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে ইভিএম নিয়ে ফের শঙ্কা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমইউএইচ/এফআর/এমকেএইচ

Advertisement