বিনোদন

আবারো ভুয়া খবরে বিব্রত তমা মির্জা

গতমাসেই একটি বহুজাতিক বিপণন প্রতিষ্ঠানের মালিকানাধীন অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা তমা মির্জা ওপার বাংলার রাজ চক্রবর্তীর পরিচালনায় `বোঝেনা সে বোঝে না টু`, `এক্স বয়` এবং `তোর খোঁজে` শিরোনামের তিনটি ছবিতে কাজ করতে চলেছেন। এ তিনটি ছবিতে তমার নায়ক থাকবেন কলকাতার জিৎ, সোহম ও হিরণ। এমন খবর প্রকাশ হওয়ার পর বেশ চটেছিলেন তিনি। সেইসঙ্গে তার কণ্ঠে পাওয়া গিয়েছিল ক্ষোভের আঁচ। তমা বলেছিলেন, আজকাল কিছু পত্রিকা মনগড়া খবর প্রকাশ করে। এটি বেদনাদায়ক।সেই রেশ কাটতে না কাটতেই আবারো বিব্রতকর অবস্থার মুখোমুখি হলেন তমা মির্জা। সম্প্রতি সেই একই গণমাধ্যমে নতুনভাবে প্রকাশ হওয়া খবরে বলা হয়েছে, রবি কিনাগী পরিচালিত `লে খোকা` শিরোনামের সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করবেন তমা। এও বলা হয়, ওই সিনেমায় শুভশ্রীকে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তমাকে নেয়া হয়েছে।এমন খবরটিও পুরোপুরি ভিত্তিহীন এবং বিষয়টি নিয়ে খুব বিব্রতবোধ করছেন বলে জাগো নিউজকে জানালেন তমা মির্জা। তিনি বলেন, এর আগেও এমন ভুয়া খবর প্রকাশ হয়েছিল এবং গতকাল আবার হয়েছে। বারবার এমন উড়ো খবরে কেউ যেন বিব্রত না হয় সেজন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।তমা আরো বলেন, আমি কলকাতার কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। কাজ করলে ছবিতে লুকিয়ে কাজ করার কিছু তো নেই! নতুন করে দেবের নাম করা হয়েছে, তার বিপরীতে কাজের সুযোগ হলে আমিই আপনাদের ফোন দিয়ে জানাতাম। আমার সঙ্গে কথা না বলে যারা এমনটি করেছেন- তারা আমাকেই অপমানিত করেছেন। কেন বা কী উদ্দেশ্যে এমন নিউজ তারা করেছেন আমার জানা নেই।শুধু এই নয়, ফেসবুকে নিজের নামে ভুয়া আইডি নিয়েও বেশ ক্ষুব্দ তমা। তিনি বললেন, `আমার নামে বেশ কিছু ভুয়া আইডি আছে ফেসবুকে। এসব আইডিতে ওলোট-পালোট সব নিউজ শেয়ার দেয়া হয়।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতায় মমতা হারবাল ও ভাটিকা নারিকেল তেল নামে দুটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হচ্ছেন তমা। বিষয়টি নিয়ে তিনি বললেন- সবেমাত্র প্রাথমিক কথাবার্তা হয়েছে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। কনফার্মেশনের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।এনই/বিএ

Advertisement