আজ ৫ অক্টোবর। দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজার ৩২তম এবং তার ছেলে সাহেলের দ্বিতীয় জন্মদিন। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইল জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালে এই দিনে ঢাকায় তার ছেলে সাহেল জন্মগ্রহণ করে।`মাশরাফি` নামটি শুনলেই এমন একজন মানুষের চেহারা ভেসে ওঠে চোখের সামনে, যিনি একরকম যুদ্ধ করে যাচ্ছেন নিজের সঙ্গে, প্রতিনিয়ত। বাংলাদেশ ক্রিকেট টিমের বিশেষ এক ব্যক্তিত্ব তিনি। বাংলাদেশের হয়ে খেলার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন।ক্রিকেটের প্রতি তার এতোটাই ভালোবাসা, পায়ে মোট ১০ বার অস্ত্রপচারের পরও তিনি এখনো খেলে যাচ্ছেন। ছোটবেলায় তিনি ছিলেন ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় পারদর্শী। সুযোগ পেলেই স্কুল ফাঁকি দিয়ে চলে যেতেন তার প্রিয় চিত্রা নদীতে সাঁতার কাটতে।এছাড়া ক্রিকেটের প্রতিও তার ছিল অনেক আগ্রহ, বিশেষ করে ব্যাটিংয়ে। মোটরসাইকেল চালাতে অনেক ভালোবাসেন তিনি। নড়াইলের প্রাণভোমরা মাশরাফিকে গ্রামের সবাই ‘Prince of Hearts’ বলে ডাকেন। তরুণ প্রজন্মের হৃদয়ে একটি বিশেষ আসন গ্রহণ করে আছেন মাশরাফি।আমরা তার উত্তোরত্তর উন্নতি কামনা করছি যেন তারই হাত ধরে বাংলাদেশ টিম আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে বাবা এবং ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা।বিএ
Advertisement