অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে মদিনা জাহান রিমির উপন্যাস ‘সাইকোদের মতবিনিময় সভা’। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। পাওয়া যাবে বইমেলার ৬০৭ নম্বর স্টলে।
Advertisement
বইয়ের ফ্ল্যাপে উল্লেখ আছে, ‘কয়েকজন সাইকো মিলে প্রেম, বিরহ, কবিতা, অঙ্ক, গান, জীবন, বিজ্ঞান নিয়ে মতবিনিময় করলে তাকে হয়তো বলা হবে সাইকোদের মতবিনিময় সভা। সে ক্ষেত্রে জয়ন্ত এবং দীপের কথোপকথনে এ রকম আবেশ আছে।’
এর আগে ২০১৫ সালে তার ‘ইনসমনিয়া’ এবং ২০১৮ সালে ‘কিছু জন্ম নিছক কোইন্সিডেন্ট’ নামে উপন্যাস প্রকাশ হয়েছিল। সে বছর দাঁড়িকমা প্রকাশনীর বেস্ট সেলার বই ছিল ‘কিছু জন্ম নিছক কোইন্সিডেন্ট’।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন মদিনা জাহান রিমি। মাঝখানে কিছুদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।
Advertisement
রিমি অবসরে বই পড়তে ও বেড়াতে ভালোবাসেন। এছাড়া ভাবতে বাধ্য করে এমন চলচ্চিত্র কিংবা সিরিজ দেখতেও পছন্দ করেন তিনি।
এসইউ/পিআর