ছেলের ফেক আইডির প্রেমে পড়ল বাবাবাবা আর ছেলের সম্পর্ক বন্ধুর মতো। একদিন বাবা গাড়ি চালাচ্ছে, ছেলে পাশের সিটে বসে আছে-বাবা: একটা বিষয় তোমাকে জানাতে চাচ্ছি; তবে বিষয়টা তোমাকে আহত করতে পারে...ছেলে: আমিও একটা বিষয় তোমার কাছে স্বীকার করতে চাচ্ছি। না বলে স্বস্তি পাচ্ছি না...বাবা: আমি আগে বলি, আমার ফেসবুকে তোমার চেয়ে কম বয়সের একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে...ছেলে: ওটা আমারই ফেক আইডি! পারলে ক্ষমা করিও!
Advertisement
****
পিতাদের এত ঘুমানোর কী প্রয়োজন?ছেলে: ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে...বাবা: গুড বয়, পড়।ছেলে: বাবা, তোমাদের এত ঘুমানোর কী প্রয়োজন?বাবা: সে তুমি বুঝবে না। তাড়াতাড়ি পড়া মুখস্থ করো।
****
Advertisement
স্ট্যাটাসে কমেন্ট করে বিপদে পড়ল যারাএক দুষ্টু ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিলো, ‘আগামীকালের পরীক্ষার প্রশ্ন আমার কাছে আছে, কে কে নেবে?’১ম কমেন্ট: আমাকে দাও, কত লাগবে?২য় কমেন্ট: প্লিজ, দে দোস্ত। তোর পায়ে পড়ি।৩য় কমেন্ট: না দিলে তোকে মেরে ফেলবো।৪র্থ কমেন্ট: তাড়াতাড়ি বলো, কোথায় দেখা করতে হবে। কোথায় আসলে দিবা?
এবার ছেলেটি স্ট্যাটাসটি এডিট করল। লিখল, ‘আমার এখন কাউকে খুব থাপ্পড় দিতে ইচ্ছা করছে। কে কে থাপ্পড় খাবা?’ এমনকি স্ট্যাটাসের কমেন্টে লিখল, ‘সবাই আমার হাতে থাপ্পড় খেতে এত আগ্রহী কেন?’
এসইউ/পিআর
Advertisement