বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে মাছ শিকার করায় দুটি ট্রলারসহ ২৬ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।
Advertisement
শনিবার বিকেলে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকা থেকে তাদেরকে আটক করে নৌবাহিনী। সন্ধ্যায় আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এফবি শঙ্খ প্রদীপ ও এফবি মা মঙ্গল নামে দুটি ফিশিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।
মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আহাদ জানান, শনিবার বিকেলে সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকায় নৌবাহিনীর একটি জাহাজ টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও সীমানা আইন লঙ্ঘন করে এফবি শঙ্খ প্রদীপ ও এফবি মা মঙ্গল নামে দুটি ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী।
Advertisement
সন্ধ্যায় নৌবাহিনীর বিএনএস মোংলা নৌঘাঁটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমদ্র আইনে এ মামলা দায়ের করেন। আটক ভারতীয় ২৬ জেলেকে রোববার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে। তবে এই পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানাতে পারেননি।
শওকত আলী বাবু/এমএসএইচ