নারায়ণগঞ্জের গণপরিবহনে ১ অক্টোবর থেকে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অচিরে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সংগঠনের নেতাকর্মীরা। বর্ধিত ভাড়ার পরিবর্তে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৫.৫ কিলোমিটারে ফ্লাইওভারের টোলসহ মোট ভাড়া ২৯.৮০ টাকা করার দাবি জানান তারা।রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সংবাদ সম্মেলনে এ বিষয় জানান নেতৃবৃন্দরা। এসময় নারায়ণগঞ্জের বেসরকারি পরিবহন মালিকদের দুর্নীতির অভিযোগ এনে তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ফ্লাইওভার হওয়ায় যাতায়াতের রাস্তা কমলেও ভাড়া না কমিয়ে বছরের পর বছর ৫৪ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ আয় করেছেন পরিবহন মালিকরা।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির লিখিত বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের পরিবহন খাতটি দীর্ঘদিন ধরেই এক অরাজক পরিস্থিতির মধ্যে পরিচালিত হচ্ছে। এখানে গোষ্ঠী বিশেষ তাদের একচেটিয়া মুনাফার জন্যে নারায়ণগঞ্জের জনগণকে বছরের পর বছর ধরে জিম্মি করে রেখেছে।এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ খেলাঘর আসরে সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ন্যাপের জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব প্রমুখ। মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি
Advertisement