দেশজুড়ে

চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে আহত ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিকলীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এদিকে, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। রোববার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানি ঈদের দিন রাতে গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় চামড়ার হাটের চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ নেতা লিপুর বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে লিপুসহ তার লোকজন পরিবহন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের উপর হামলা চালান। এসময় তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা চলে যায়। খবর পেয়ে দেলোয়ার হোসেনের লোকজনও লিপুসহ তার লোকজনকে না পেয়ে লিপুর ভাই মিথুকে এলোপাথারি পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন রামদা, চাপাতি, হকিস্টিক, লাঠিসোঠাসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পরিবহন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মিথু, আল-আমিন, আনোয়ার, সামসুল, পথচারী কামাল হোসেন, তনয় মিয়া, ইকবাল হোসেনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে, সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে হয়তো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল। মীর আব্দুল আলীম/এমজেড/আরআইপি

Advertisement