কলকাতার নির্মাতা অপরাজিতা ঘোষের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্টিক মেমোয়্যার’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা জুলহাজ জুবায়ের। ছবিটি এরই মধ্যে রাশিয়ার কিনোদুয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয় এবং ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক (এশিয়ান সিলেক্ট প্রতিযোগিতা) বিভাগে প্রদর্শিত হয়ে দর্শকপ্রিয়তা পায়।
Advertisement
এবার ঢাকার দর্শকরা ছবিটি দেখার সুযোগ পেলেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অষ্টাদশ আসরে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে এই ছবির দুটি প্রদর্শনী হচ্ছে। এরমধ্যে ১৫ জানুয়ারি বিকাল ৫টায় শাহবাগের পাব্লিক লাইব্রেরি মিলনায়তনে দর্শকরা ছবিটি দেখেছেন।
আগামীকাল ১৮ জানুয়ারি বিকেল ৩টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ছবিটি দ্বিতীয় শো হবে। এদিন ওপার বাংলার নির্মাতা-অভিনেত্রী অপরাজিতা ঘোষ উপস্থিত থাকবেন এবং দর্শকদের সাথে ছবি নিয়ে কথা বলবেন।
প্রত্যাশার চাপে বিরক্ত এক ঘরপালানো কিশোর ঋষুর নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছে ছবির গল্প। রাস্তায় তার সাথে হথাৎ দেখা হয় জ্যোতির সঙ্গে। তাদের দুজনের সামঞ্জস্য-বৈপরিত্য নিয়েই মিস্টিক মেমোয়ার এগিয়েছে ইন্দ্রিয়-অনুভূতির সীমান্ত ছুঁয়ে। অসম বয়সী এই দুটি মানুষের যাত্রার গল্প ‘মিস্টিক মেমোয়ার’I জীবনের গল্প, শিকড়ে ফেরার গল্প I
Advertisement
ছবিটি নিয়ে অপরাজিতা ঘোষ জাগো নিউজকে বলেন, ‘আমার ছবিটিকে একটা নিরীক্ষামূলক ছবি বলা যেতে পারে। ছবিতে মানুষের পঞ্চ ইন্দ্রিয় অনুভূতির প্রকাশ পাঁচটি গল্পে উপস্থাপন করার চেষ্টা করেছি। জ্যোতি-ঋষুর আলাপচারিতার মধ্য দিয়ে। চলার পথে ওদের সঙ্গে দেখা হয় বিচিত্র কিছু মানুষের। আস্তে আস্তে চারপাশের জগৎটাকে ঋষু নতুন করে চিনতে শুরু করে, অনুভব করে শিকড়েন টান।’
এই প্রথমবার নয়, ২০১৮ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত ডকু ফিকশন ‘ডান্স অফ জয়’ নিয়ে ঢাকায় এসেছিলেন অপরাজিতা। এবার এসেছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে।
অপরাজিতা ঘোষ বললেন, ‘আমার নির্মিত প্রথম ডকুফিকশন ছিলো ‘ডান্স অফ জয়’ ও আমার প্রথম ফিচার ফিল্ম ‘মিস্টিক মেমোয়্যার’। প্রথম কাজের প্রতি একটা আলাদা ভালো লাগা থেকে যায় সব সময়। এই সিনেমায় আমি আমি এমন কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেটা আগে কখনই হয়নি। সবচেয়ে আনন্দের কথা হলো আমার দু’টো কাজই আমি ঢাকার দর্শকদের দেখা পারলাম। আগামীতে আবারও নতুন কাজ নিয়ে দেখা হবে সেই প্রত্যাশা থাকলো।’
উল্লেখ্য, ১১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’। উৎসবটি শেষ হবে ১৯শে জানুয়ারি।
Advertisement
এমএবি/এমকেএইচ