বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ সমুদ্র মহড়া কারাত আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থিত স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিসে (এসএমডব্লিউটি) এই সমুদ্র মহড়া কোঅপারেশন আফলোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত) রোববার সমাপ্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌ প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌঅঞ্চলের এরিয়া কমান্ডারগণ, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারবৃন্দ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিবৃন্দ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যৌথ এ সমুদ্র মহড়ার সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা কমডোর খালেদ ইকবাল।এ যৌথ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধু, সমুদ্র জয়, আবু বকর, বিজয়, দুর্জয়, ধলেশ্বরী, শাহ জালাল, বিএনটি খাদেম ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, বিএন হেলিকপ্টার ছাড়াও নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াড্স এবং বিভিন্ন ঘাঁটি ও নৌসদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ফোর্ট ওর্থ, ইউএসএনএস সেইফ গার্ড, পি-থ্রিসি, এমএইচ-৬০আর, মোবাইল ডিভাইন এন্ড সালভেইজ ইউনিট ওয়ান, মেডিকেল টিম ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অন্যান্য বিশেষায়িত ইউনিট অংশগ্রহণ করে। যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রামস্থ নৌ ও বিমান ঘাঁটিতে নৌ ও আকাশ যুদ্ধবিদ্যা, চিকিৎসা সেবার উপর উল্লেখযোগ্য সেমিনার অনুষ্ঠিত হয়।যৌথ এ সমুদ্র মহড়ার ফলে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র বন্দর ও তৎসংলগ্ন এলাকায় দক্ষ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা, জলদস্যু দমন, সমুদ্র সম্পদ রক্ষা, পণ্য বহনকারী বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তাসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও নজরদারী রাখতে সক্ষম হবে। এছাড়া এ মহড়ার ফলে নৌসদস্যরা সমুদ্রে হারিয়ে যাওয়া যুদ্ধজাহাজ অনুসন্ধান এবং চিকিৎসা সার্ভিসে উন্নত সেবা প্রদানে সমর্থ হবে। মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গ এবং বিএন স্কুলের শিক্ষার্থীদের জন্য পি-থ্রিসি এমপিএ এর উপর স্ট্যাটিক ডিসপ্লের আয়োজন করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নৌবাহিনী বিএন আশার আলোর প্রতিবন্ধী শিশুদের জন্য কমিউনিটি সেবার আয়োজন করে।একে/আরআইপি
Advertisement