বিনোদন

অচেনা যুবককে মেয়ের ফোন নাম্বার দিতে চাইলেন মীর

এ আর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘ঈশ্বর’ বলে সম্প্রতি বিপাকে পড়েছিলেন ভারতের মীরাক্কেল খ্যাত জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। এবার মেয়ের সঙ্গে ফেসেবুকে ছবি পোস্ট করে আলোচনায় তিনি। গত ১৩ জানুয়ারি মেয়ের সঙ্গে কফি খাওয়ার একটি ছবি পোস্ট করেন মীর।

Advertisement

অনেকেই মীরের মেয়েকে শুভ কামনা জানান। কিন্তু সায়ক গাঙ্গুলী নামের এক যুবক মীরের কাছে তার মেয়ের ফোন নাম্বার চেয়ে বসেন। ছবির নিচে কমেমেন্টর ঘরে ওই যুবক লিখেছেন, ‘স্যার আপনার মেয়ের নম্বর টা দেবেন? একটু কথা বলব।’

কোনো বাবার কাছে তার মেয়ের ফোন নাম্বার চাইলে তার রেগে যাওয়ারই কথা। না, মীর সেটা করেননি বরং নাম্বার দিতে চেয়েছেন। তবে মেয়ের ফোন নাম্বার দেওয়ার আগে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

মীর লিখেছেন, ‘তার আগে দয়া করে নিম্মোক্ত বিষয়গুলো প্রদান করুন - জন্মসনদ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এ-ফোর সাইজ কাগজে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, এ-থ্রি কাগজে ডান হাতের বুড়ো আঙুলের ছাপ, সম্প্রতি জমা দেয়া বিদ্যুৎ বিলের সত্যায়িত কপি, শেষ ৩ বছরের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পার্সপোর্টের ফটো কপি, শেষ ৩ বছরের আইডি রিটার্ন। ব্যস, এই কয়টা ডকুমেন্ট পেলেই মেয়ের নম্বর দিয়ে দেব।’

Advertisement

এক গণমাধ্যমে মীর বলেন, ‘মেয়ে বড় হয়েছে। এরপর থেকে ছবি আপলোড করার সময় বিষয়টা মাথায় রাখতে হবে। আমি একজন বাবা। সব সময় সর্তক থাকতে হবে।’

এমএবি/এমকেএইচ