দেশজুড়ে

চট্টগ্রামে শিল্প পার্ক স্থাপনের অনুরোধ জানিয়েছে বিজিএমই

চট্রগ্রামের অপরিকল্পিতভাবে গড়ে উঠা পোশাক কারখানাকে পরিকল্পিত এলাকায় স্থানান্তরের জন্য জরুরি ভিত্তিতে শিল্পপার্ক গড়ে তুলতে সরকারকে অনুরোধ জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মইনউদ্দিন আহমেদ মিন্টুর নেতৃত্বে সংগঠনের নব-নির্বাচিত পরিচালনা বোর্ডের একটি প্রতিনিধিদল রোববার সচিবালয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান। সাক্ষাৎকালে বিজিএমইএ নেতারা নিরাপদ ও ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাউশিয়ায় ভূমি বরাদ্দ দিয়ে গার্মেন্টস পার্ক বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়ায় সরকারকে ধন্যবাদ জানান। অনূরূপভাবে জরুরি ভিত্তিতে চট্রগ্রামে শিল্পপার্ক গড়ে তুলতে সরকারের খাসজমি বা অধিগ্রহণকৃত অথবা অব্যবহৃত জমি বরাদ্দ দেয়ার অনুরোধ করেন। মইনউদ্দিন আহমেদ মিন্টু প্রস্তাবনা দিয়ে বলেন, চট্রগ্রামে শিল্প কারখানার উদ্বৃত্ত জমি ব্যবহার করেও শিল্প পার্ক স্থাপন করা যেতে পারে। ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়কে এ ব্যাপারে ত্বড়িৎ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। তিনি বিজিএমইএ প্রতিনিধিদলকে চট্রগ্রামে শিল্প পার্ক স্থাপনের উপযুক্ত জমি খুঁজে বের করার জন্যও অনুরোধ জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকার পোশাক শিল্পের স্বার্থে যেকোনো পদক্ষেপ গ্রহনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।সাক্ষাৎকালে বিজিএমইএ প্রতিনিধিদলে নব-নির্বাচিত বোর্ডের সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) এবং পরিচালক এএনএম সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।একে/আরআইপি

Advertisement