দেশজুড়ে

বিকেএমইএর সামনে শ্রমিকদের অবস্থান

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার মোতালেব মনোয়ারা কম্পোজিট প্রাইভেট লিমিটেড নামের একটি  পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। রোববার ঘণ্টাব্যাপি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করেন তারা।এ সময় তারা বন্ধ ঘোষিত কারখানা খুলে দেয়া ও ছাটাইকৃত শ্রমিকদের পুনরায় কাজে বহালের দাবি জানিয়ে বিকেএমইএর কার্যালয়ে লিখিত আবেদন করেন। তবে এ সময় শ্রমিকরা কোনো ধরনের মিছিল বা সমাবেশ করেনি। মোতালেব মনোয়ারা পোশাক কারখানার কোয়ালিটির স্টাফ আব্দুল ওহাব বলেন, ঈদের বোনাস নিয়ে মালিকপক্ষ শনিবার বিকেল ৫টা পর্যন্ত কাজ করিয়ে রোববার আমাদের সঙ্গে কথা বলবে বলে জানায়। কিন্তু সকাল ৮টায় অফিসে গিয়ে দেখতে পাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাটানো রয়েছে। পরে প্রায় একঘণ্টা কারখানার বাইরে অপেক্ষা করে কারো সঙ্গে কথা না বলতে পেরে বিকেএমইএতে এসেছি। এছাড়াও মালিকপক্ষ ঈদের ছুটির পর কাজে যোগদান করা ৪৫ জন শ্রমিককে ইতিমধ্যে ছাঁটাই করেছে। তিনি আরো জানান, ঈদের ছুটির ১৫ দিনের বেতন বকেয়া আছে। বিকেএমইএর কাছে লিখিতভাবে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন, ওই পোশাক কারখানার সুইং সেকশনের শ্রমিক আরিফ, ইউনুস, হেলেনা, বিলকিস, জোসনা, মেকানিক হেলপার সজিব, কাটিং সেকশনের জহিরুল ইসলাম, আবুল কাসেম, জহির, কবির, মোক্তার হোসেন প্রমুখ। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিচালক (পুলিশ সুপার) সানা শামীমুর রহমান জাগো নিউজকে জানান, বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে বনিবনা না হওয়ায় মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খুব দ্রুত বিষয়টির সমাধান হয়ে কারখানা খুলে যাবে বলে আশা করছি।  শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি

Advertisement