এবারের অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে শাম্মী তুলতুলের বই ‘ভূত যখন বিজ্ঞানী’। শিশু-কিশোরদের জন্য বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। বইয়ের দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
Advertisement
বইটিতে মুক্তিযুদ্ধের গল্পসহ ১১টি গল্প রয়েছে। বইটি রকমারি, বইবাজারসহ বইমেলার ২০৪-২০৬ নম্বর স্টলে পাওয়া যাবে।
তিনি শিশুসাহিত্যে অবদানের জন্য ইতোমধ্যে পেয়েছেন কবি নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, রোটারিয়ান পুরস্কার, সোনার বাংলা সাহিত্য সম্মাননা। পাঠাগার আন্দোলন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। বাংলাদেশ বেতারের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান গ্রন্থনা ও আবৃত্তিশিল্পী হিসেবে কাজ করছেন।
বইটি সম্পর্কে তিনি বলেন, ‘প্রতিটি গল্পে একটি করে মেসেজ রয়েছে। এতে পাঠক হাস্যরসের সাথে সাথে শিক্ষণীয় বিষয়ও পেতে পারেন। এবারের বইটিও পাঠকদের ভালোবাসা পাবে বলে আশা করি।’
Advertisement
এসইউ/পিআর