শান্তিতে নোবেলজয়ী মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে আগামী রোববার (১৯ জানুয়ারি) বন্ধ থাকবে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
পাশাপাশি দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হয়।
তবে দূতাবাস বন্ধ থাকাকালীন সময়েও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন মার্টিন লুথার কিং জুনিয়র। ১৯৫৫ সালে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসোফি ডিগ্রি লাভ করেন। মহান এ নেতা আফ্রো-আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করেছেন। ১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে তার ঐতিহাসিক ভাষণের শিরোনাম ছিল- আই হ্যাভ এ ড্রিম।
Advertisement
জেপি/এফআর/পিআর