জাতীয়

চেক চুরির ঘটনায় ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

রাজধানীর লালমাটিয়া শাখার সোনালী ব্যাংকের অর্ধশতাধিক চেক চুরির ঘটনায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোনালী ব্যাংকের রমনা আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত রোববার দুপুরে ব্যাংকের ক্লিয়ারিং সেকশনের ড্রয়ার থেকে চেক চুরির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে লালমাটিয়া শাখার সিনিয়ার অফিসার ফরিদা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তিনি বলেন, রমনা প্রিন্সিপাল অফিসের এজিএম মুশফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দেওয়া হয়েছে।মোহাম্মাদপুর থানার ওসি আজিজুল হক জানান, গত রোববার দুপুরে চেক চুরির পর সোমবার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এরপর তদন্ত শুরু করেছে পুলিশ।ব্যাংক কর্মকর্তারা জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব চেক অন্য ব্যাংক বা সোনালী ব্যাংকেরই অন্য শাখা থেকে অর্থ সংগ্রহের জন্য লালমাটিয়া শাখায় জমা দিয়েছিলেন। সব মিলিয়ে এসব চেকের টাকার অঙ্ক হবে প্রায় কোটি টাকা।এর আগে ফ্যানফোল্ড ভাউচার জালিয়াতি করে সোনালী ব্যাংক মিরপুর শাখা থেকে ১৮ কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র, পরবর্তীতে এই টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংক।

Advertisement