জাতীয় লিগে নাদিফ চৌধুরীর দুর্দান্ত সেঞ্চুরি এবং মোশারফ হোসেনের ঘূর্ণিতে দ্বিতীয় দিন শেষে রংপুর বিভাগের বিপক্ষে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। নাদিফ চৌধুরীর সেঞ্চুরির উপর ভর করে ৪৪৯ রানের বড় সংগ্রহ পায় তারা। এরপর মোশারফ হোসেনের ঘূর্ণিতে পড়ে ৯৮ রাআন তুলতেই মূল্যবান তিনটি উইকেট হারিয়েছে রংপুর বিভাগ।শহীদ চান্দু স্টেডিয়ামে রোববার আগের দিনের ৬ উইকেটে ২৬৫ রান নিয়ে খেলতে নামে ঢাকা বিভাগ। নাদিফ চৌধুরীর দায়িত্বশীল ব্যাটিংয়ে এদিন আরও ১৮৪ রান যোগ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন নাদিফ। ১৮৭ বলে ১১ টি চার এবং ১টি ছক্কায় এই রান করেন তিনি। সগির হোসেন ৩১, মোশারফ হোসেন ৩৬ এবং মোহাম্মদ শরিফ ৩০ রান করে নাদিফকে যৌগ্য সঙ্গ দেন। এছাড়া রনি তালিকদার ৫৯ এবং রকিবুল হাসান ৫২ রান করেন। রংপুরের হয়ে তানভির হায়দার ৬২ রানে ৪টি উইকেট পান। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ৩টি উইকেট এবং সাজেদুল ইসলাম ২টি উইকেট পান।রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মোশারফ হোসেনের ঘূর্ণিতে পড়ে। তবে এক প্রান্তে সাবলীল ব্যাট করতে থাকা লিটন দাস ব্যক্তিগত ৫১ রান করে মোশারফ হোসেনের শিকার হন। দুই অপরাজিত ব্যাটসম্যান তানভির হায়দার (১৭*) এবং নাসির হোসেন (১১*) সোমবার ব্যাটিং করতে নামবেন। ঢাকা বিভাগের হয়ে মোশারফ হোসেন ৩৩ রানে ৩টি উইকেট নিয়েছেন।আরটি/এমআর/আরআইপি
Advertisement