খেলাধুলা

ওয়ানডেতেও হারলো সালমারা

টি-টোয়েন্টি সিরিজের পর এবার সিরিজের প্রথম ওয়ানডেতেও হারের স্বাদ পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ২০ রানে হার মানে সালমারা। পাকিস্তানের দেওয়া ২১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়েও একাই চলাই চালান রুমানা। কিন্তু তিনি ৭০ রান করলেও স্লো খেলার খেসারতে শেষদিকে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ ৫ ওভারে ৪২ রান দরকার ছিল, হাতে ৩ উইকেট। কিন্তু বাংলাদেশ গিয়ে থামে ১৯৪ রানে। ২০ রানের জয় দিয়ে সিরিজে এগিয়ে যায় স্বাগতিক দল। পাকিস্তানের আনাম আমিন নেন ৩ উইকেট।এর আগে টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান ইনফর্ম বিসমাহ মারুফের ৯২ রানে ভর করে ২১৪ রান জমা করে স্কোরবোর্ডে। তিনি ছাড়া আর কেউ রান না পেলে ১ বল আগেই অলআউট হয় পাকিস্তানের মেয়েরা। ৩১ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার বাংলাদেশ অধিনায়ক সালমা।এমআর/পিআর

Advertisement