খেলাধুলা

বরিশালকে ভালো জবাব দিচ্ছে সিলেট

জাতীয় ক্রিকেট লিগে ফজলে মাহমুদের সেঞ্চুরির পর মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বরিশাল বিভাগ। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫২৭ রান করে ইনিংস ঘোষণা করে তারা। তবে সিলেট বিভাগও সমান তালে লড়ে যাচ্ছে। দ্বিতীয় দিন শেষে সিলেট কোন উইকেট হারিয়ে করেছে ১১২ রান।প্রথম দিনই ফজলে মাহমুদের সেঞ্চুরি করে বরিশালকে বড় রানের কক্ষপথে রেখেছিলেন। আগের দিনের পাঁচ উইকেটে ২৯৫ রানে খেলতে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন মোসাদ্দেক হোসেন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ২৪৫ বলে ১৫টি চার এবং ৭টি ছক্কায় ২০০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। জাতীয় লিগে এটা তার প্রথম ডাবল সেঞ্চুরি নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের বিপক্ষে ২৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। ফজলে রাব্বির ফজলে মাহমুদ ১২০ বল খরচ করে ৯টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন। এছাড়া শাহিন ৫৮ এবং নাফিস ৫২ রান করেন। সিলেটের পক্ষে আবুল হাসান ৪৫ রানে ৩টি উইকেট পেয়েছেন। এছাড়া এনামুল হক জুনিয়রও ১১০ রানে ৩টি উইকেট নেন। সিলেট বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেয়েছে। দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং সানাজ আহমেদের হাফ সেঞ্চুরিতে উপযুক্ত জবাব দিচ্ছে তারা। ইমতিয়াজ হোসেন ৫১ এবং সানাজ আহমেদের ৫৮ রানে অপরাজিত রয়েছেন। সোমবার সকালে আবার ব্যাটিং করতে নামবেন এই দুই ব্যাটসম্যান। আরটি/এমআর/আরআইপি

Advertisement