জাতীয়

আবারো আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

সদ্য ঘোষিত বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আবারো জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান মন্ত্রী। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠকের শুরুতে মন্ত্রী এ কথা। সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পৃথক বেতন কাঠামোর দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন।এর মধ্যে গত ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিয়ে নতুন বেতন কাঠামো অনুমোদন করে মন্ত্রিসভা। এতে  আরও জোরদার হয় শিক্ষকদের আন্দোলন । তখন থেকে শিক্ষকেরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এএইচ/পিআর

Advertisement