জাতীয়

নদীর পানি দূষণমুক্ত রাখতে সুয়ারেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন

ঢাকার চারপাশে নদীর পানি দূষণমুক্ত রাখতে ঢাকা ওয়াসা ইতোমধ্যে একটি সুয়ারেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Advertisement

বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য বেগম সালমা ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, সরকার গৃহীত মাস্টারপ্ল্যানের আলোকে রাজধানীর চারপাশে চারটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে।

মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে বর্তমানে ‘দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে একটি পয়ঃশোধনাগার নির্মাণাধীন রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ কাজ শেষ হলে সরাসরি পয়ঃবর্জ্য নদীতে গিয়ে যে দূষণ হয় তা অনেকাংশে বন্ধ হবে।

Advertisement

এইচএস/এমএসএইচ/পিআর