মুজিববর্ষ উপলক্ষে মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওছার আমীন হাওলাদারের পৃষ্ঠপোষকতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর দুমকিতে ‘মুজিববর্ষ সৌহার্দ্য ইউথ ফাউন্ডেশনে’র উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব।
Advertisement
সম্প্রতি উপজেলা শহরের বালুর মাঠে মাল্টা ইউরোপ আ.লীগের সাধারণ সম্পাদক কাওছার আমীন হাওলাদারের সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কেএম সহিদুল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব বলেন, মানুষের জন্য কিছু করতে হলে রাজনৈতিক পরিচয় দিয়ে করতে হবে এমনটা নয়, ইচ্ছে এবং সততা থাকলে রাজনীতির বাইরে মানুষের জন্য, দেশের জন্য বিশেষ করে অসহায়দের জন্য যুবসমাজ এগিয়ে আসতে পারে। অসহায় মানুষের মুখে হাসি দেখার জন্য সকলেই সহযোগিতা করতে পারি।
এ ছাড়াও সৌহার্দ্য ইউথ ফাউন্ডেশন সামাজিক কর্মকাণ্ড ছাড়াও মেডিকেল ক্যাম্প, শিশুদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
Advertisement
পটুয়াখালীর বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ, একসাথে দুপুরের খাবারে অংশগ্রহণসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা সামাজিক কর্মকাণ্ডকে সাধুবাদ ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতেও এ ধরনের সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সংগঠনটি।
এমআরএম/পিআর