ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার বারুদে ঠাসা প্রতিটি ক্ষণ। ম্যাচের আগে থেকেই শুরু হয়ে যায় কথার লড়াই দুই দলের খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে। এবার এ দলে যোগ দিলেন নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাই। ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই পাকিস্তানের জয় চায় মালালা। ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, আমি পাকিস্তান-ভারতের মধ্যে শান্তি চাই, তবে ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই পাকিস্তানের জয় চাই। মালালা ভারতীয় তরুণীদের প্রশংসা করে বলেন, আমি খুব খুশি যে ভারতীয়রা আমাকে অনেক ভালবাসে, আমাকে সম্মান করে। তারা আমার ধর্ম কি, আমি কোথায় থাকি এটা না ভেবে আমার কাজের জন্য আমার পাশে দাঁড়িয়েছে। আর আমি অবশ্যই ভারত সফরে যাব। উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের একটা টেস্ট সিরিজ খেলার কথা চলছিল। কিন্তু ভারতের পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান-ভারত সম্ভাব্য ক্রিকেট সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছে।এমআর/আরআইপি
Advertisement