ধর্ম

মুসলিমদের স্বার্থে আর্থিক ক্ষতিকে ভয় পায় না মাহাথির মোহাম্মদ

মুসলিম স্বার্থবিরোধী আইন, এনআরসি, সিএএ ও কাশ্মীরের মুসলমানদের অধিকার ইস্যুতে কথা বলায় আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছে মালয়েশিয়া। তারপরও ভারতের অন্যায়ের ‘বিপক্ষে অনড়’ মাহাথির মোহাম্মদ।

Advertisement

ভারতের অন্যায় সিদ্ধান্তের ‘বিপক্ষে অনড়’ অবস্থান নেয়ার কারণে বাণিজ্যিকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ বলেছেন, ‘তার দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ‘মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে আর্থিক ক্ষতি সম্পর্কে মাহাথির বলেন, অবশ্যই আমরা উদ্বিগ্ন কেননা প্রচুর পরিমাণে পাম তেল ভারতে বিক্রি করি, কিন্তু অন্যদিকে আমাদের স্পষ্টভাষী হতে হবে। কোনো কিছু অন্যায়ের দিকে গেলে অবশ্যই সেটা আমাদের বলতে হবে।’

সাংবাদিকদের তিনি আরও বলেছেন, আমরা যদি শুধু অর্থের চিন্তা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেই, তাহলে আমি মনে করি আমাদের ও অন্যান্য ব্যক্তি দ্বারা অনেক ভুল কাজ হয়ে যাবে।’

Advertisement

প্রসঙ্গত, ৫ আগস্ট ভারতের মোদি সরকার দেশটির সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে রাজ্যটিকে কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত করে। সরকারের এই পদক্ষেপে কাশ্মীরিরা যেন বিক্ষোভ করতে না পারে সেজন্য সেখানে কারফিউ জারি করার পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখে।

এ নিয়ে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় মাহাথির মোহাম্মদ কাশ্মীরিদের প্রতি ভারতের এহেন বর্বর আচরণের নিন্দা জানান। তিনি কাশ্মীর ইস্যু সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভারতের প্রতি আহ্বান জানান। সে সময় মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেয়া এক বক্তৃতায় মন্তব্য করেছিলেন যে, ‘ভারত কাশ্মীরকে জোর পূর্বক ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে।’

দ্বিতীয় দফায় মহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব আইন নিয়েও সমালোচনা করেন। এ কারণেই মালয়েশিয়ার সঙ্গে অঘোষিত বাণিজ্যিক কর্মকাণ্ড বয়কট করার পথে হাটছে।

বিশ্ব বাজারে ভোজ্য তেলের বৃহত্তম ক্রেতা ভারত গত সপ্তাহে আমদানির কিছু নিয়ম পরিবর্তন করেছে বলে জানায়। ব্যবসায়ীরা জানায়, মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

অন্যায়ের বিরুদ্ধে সরব মাহাথির মোহাম্মদকে চাপে রাখতেই সোচ্চার ভারত। গত আগস্টে জাতিসংঘে দেয়া বক্তব্যের পর থেকেই ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল আমদানি বন্ধের এক ধরনের সিদ্ধান্ত নেয়।

ভারতের এমন সিদ্ধান্তে প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে মালয়েশিয়া। তবে মাহাথির বলেছেন, তিনি এর বিকল্প উপায় বের করবেন। তবে কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না।’

এমএমএস/এমএস