বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি। রোহিঙ্গা গণহত্যা নিয়ে এটি তার শেষ সফর হতে যাচ্ছে।
Advertisement
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, এ সময় তিনি মিয়ানমার সফর করতে চেয়েছিলেন এবং এ-সংক্রান্ত অনুরোধও দেশটির সরকারের কাছে করেছিলেন। তবে মিয়ানমার ইয়াংহি লিকে সফরের অনুমতি দেয়নি।
ফলে ১৫ (বুধবার) থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত জাতিসংঘের এ বিশেষ দূত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করবেন। সফরকালে মিয়ানমার সীমান্তের দুই পাশের পরিস্থিতি নিয়ে তিনি নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবেন।
Advertisement
ইয়াংহি লি বলেন, মিয়ানমার সরকার সফরের বিষয়ে অস্বীকৃতি জানালেও তা আমাকে নিরপেক্ষ প্রতিবেদন তৈরি থেকে বিরত রাখতে পারবে না। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আমি ক্রমাগত কাজ করে যাবো।
২০১৪ সালে থেকে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পান ইয়াংহি লি। ২০১৭ সালের আগে তিনি মিয়ানমারে বছরে দুইবার করে সফর করতেন।
চলতি বছরের মার্চে মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ইয়াংহি লি তার প্রতিবেদন উপস্থাপন করবেন। ২৩ জানুয়ারি দুপুর ৩টায় হোটেল লা মেরেডিয়ানে সংবাদ সম্মেলন করবেন তিনি।
জেপি/জেএইচ/পিআর
Advertisement