নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশ ক্রিকেটে বেশ বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। আগামী বছর জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের আগে কোন আন্তর্জাতিক খেলা নাই। তাই সে সিরিজের কিছু খেলা নভেম্বরের শুরুতে খেলতে চাইছে বাংলাদেশ। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমন কথাই জানিয়েছেন।বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। আর আমাদের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে। তাই আমরা এই নভেম্বরে চেষ্টা করবো সে সিরিজের কিছু খেলা এর মাঝে খেলে ফেলতে। তবে তা টেস্ট না ওয়ানডে এটা এখনো আমরা সিদ্ধান্ত নেই নি। আপাতত আমরা জিম্বাবুয়ের সঙ্গে চিঠি চালাচালি করছি। দেখা যাক কি হয়।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের কোন খেলা নাই। সে সময়ে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সে সময় অস্ট্রেলিয়া আসবে কিনা তার সম্ভবনা এখনও বলতে পারছিনা। কারণ ওদের পরের সিরিজ নিউজিল্যান্ডের সঙ্গে।এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়ার সঙ্গে সিরিজ রয়েছে। শিডিউলটা তাদের খুব লম্বা। এরপর তারা বিশ্রাম নিবে নাকি আমাদের সঙ্গে খেলবে এটাও একটা প্রশ্নের ব্যপার আছে। ফাঁকা থাকলেই যে তারা আমাদের সঙ্গে খেলবে এটা এই মুহূর্তে বলা খুবই মুশকিল।আরটি/এমআর/আরআইপি
Advertisement