দেশজুড়ে

শেরপুরের মেলায় ৪৫ কেজি ওজনের কাতল মাছ

৪৫ কেজি ওজনের একটি কাতল মাছের ৮০ হাজার টাকা দাম চেয়েছেন বিক্রেতা। মঙ্গলবার মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলায় এ মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন সদর উপজেলার বরুণা এলাকার আবুল হাসান। তার দাবি এটাই মেলার সবচেয়ে বড় মাছ। মাছটি ৩ দিন আগে কুশিয়ারা নদী থেকে ধরা হয়েছে।

Advertisement

তিনি জানান, এ বছর মেলায় ৮ লাখ টাকার মাছ তিনি নিয়ে এসেছেন। এখন পর্যন্ত ২ লাখ টাকার মাছ বিক্রি করেছেন। ধারণা করছেন, বাকি মাছও বিক্রি হয়ে যাবে।

মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পাড়ে প্রতি বাংলা সনের পৌষ মাসের শেষ দিনে পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলা বসে। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের মিলনস্থল শেরপুরের এ মেলা।

মেলাটি ৫০ বছর আগে মনুর মুখ এলাকা থেকে স্থানান্তরিত করে শেরপুরে নিয়ে আসা হয়। এলাকায় প্রচলিত আছে যে, জমিদার মতুরা বাবু পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলাটি মনুর মুখে শুরু করেন শত বছর আগে।

Advertisement

রিপন দে/এমএএস/এমএস