অর্থনীতি

ব্যাপক দরপতনে শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে চার হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৮৮ কোটি টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২৪ কোটি টাকা।ডিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টির দাম বেড়েছে, কমেছে ২৩৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯৮৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৬ পয়েন্টে সিএসই ৩০ সূচক ৭২ পয়েন্ট কমে ১২ হাজার ৮৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকার।এসআই/এসএইচএস/পিআর

Advertisement