বিনোদন

ঘুড্ডি সিনেমার ৪০ বছর পর আসছে ‘ক্রান্তিকাল’

বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্ল্যাসিক চলচ্চিত্র ‘ঘুড্ডি’। ১৯৮০ সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকি। ঘুড্ডি মুক্তির ৪০ বছর পরে এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘ক্রান্তিকাল’। ‘ঘুড্ডি’ যেখানে শেষ সেখান থেকেই শুরু হবে ক্রান্তিকালের কাহিনী। এমনটাই জানালেন সালাহউদ্দিন জাকি।

Advertisement

১৩ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক ঘরোয়া সংবাদ সম্মেলনে সৈয়দ সালাহউদ্দিন জাকি নিজের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘ঘুড্ডি’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এটা নির্মাণ করতে চাই। আশির দশক থেকে বর্তমান সময়টা আমার সিনেমায় ধরতে চাই। এ কারণে সময়টাকে কেন্দ্র করেই সিনেমার প্রাথমিক নাম নির্ধারণ করেছি ‘ক্রান্তিকাল’।’

ছবির নায়ক-নায়িকা হিসেবে নতুনদের প্রাধান্য দেবেন বলে জানালেন এই নির্মাতা। এজন্য অডিশনের আয়োজনও করবেন। এ ছবির নায়কের নাম হবে ঋষি। দুই তিন মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পায় সৈয়দ সালাহউদ্দিন জাকি’র প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন সুবর্ণা মোস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ। আরও অভিনয় করেন, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। ছবিটি ওই সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়।

Advertisement

এমএবি/এলএ/এমকেএইচ