দেশজুড়ে

অনন্ত হত্যা মামলার শুনানি হয়নি

বিজ্ঞান মনষ্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার নথিপত্র সিলেট মহানগর দায়রা জজ আদালতে থাকায় রোববার হাকিম আদালতে শুনানি হয়নি। তবে সিলেট মহানগর হাকিম ২য় আদালতের বিচারক আনোয়ারুল হক চাঞ্চল্যকর এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ অক্টোবর নির্ধারণ করেন।গত সপ্তাহে মামলার অন্যতম আসামি মোহাইমিন নোমান মহানগর দায়রা জজ আদালতে মিস কেস মামলা দায়ের করলে নথিপত্র মহানগর হাকিম ২য় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ফলে রোববারের নির্ধারিত তারিখে মামলার শুনানি হয়নি।গত ২৮ আগস্ট অনন্ত বিজয় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জঙ্গী মান্নান হিয়াহিয়া ওরফে মান্নান রাহি সিলেটের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অন্যদিকে মান্নান রাহীর ভাই মোহাইমিন নোমানকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়।গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজার বনকলাপাড়া নুরিয়া দিঘীরপাড় মোড় এলকায় নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে। এই মামলায় এ পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।    ছামির মাহমুদ/এমজেড/আরআইপি

Advertisement