গাজীপুরের কালীগঞ্জে দুই বাসের চাপায় এক বৃদ্ধার (৬২) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার বাজার এলাকার বাসস্ট্যান্ডে কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেডের (কেটিএল) দুই বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।
Advertisement
নিহত বৃদ্ধার নাম অঞ্জু রানী দাস। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের মেয়ে।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অঞ্জু রানী স্থানীয় কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি কালীগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে একটি পার্কিং করা কেটিএল বাসের পাশ দিয়ে আসার সময় আরেকটি কেটিএল বাস তাকে চাপা দেয়। ঘটনার পর স্থানীরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই অঞ্জু রানী দাসের মৃত্যু হয়।
Advertisement
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, ঘটনার পর দুই বাসের চালক এবং হেলপার পালিয়েছে। একটি কেটিএল বাস দাঁড়ানো ছিল কিন্তু অপর একটি কেটিএল বাসের চাপায় তিনি নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । চাপা দেয়া ওই কেটিএল বাসটি থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে থানায় মামলা হবে।
আব্দুর রহমান আরমান/এমএএস/এমএস