খেলাধুলা

উর্দুতে কথা বলে শাস্তির মুখে সালমা

বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী বিসিবির অধীনে যে কোন ক্রিকেটার পাকিস্তান কিংবা ভারত সফরে হিন্দি অথবা উর্দু ভাষায় কথা বলতে পারবেন না। শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন উর্দু ভাষায় কথা বলে বিসিবির বড় ধরণের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।  পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাতকারে হীরা বলেন, `নারী ক্রিকেট দলকে আদেশ দেওয়া হয়েছিল, যে কোন সাক্ষাতকার অথবা সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ইংলিশ বা বাংলায় কথা বলতে হবে।` তিনি ‍আরো বলেন, আমি দলের সঙ্গে সব সময় আছি। আর তারা যেখানেই যাক না কেন, তাদের কথা ইংলিশে অনুবাদ করে দিতে আমাকে বিসিবি থেকে বলা হয়েছিল। কিন্তু তারপরও সালমা কেনো উর্দুতে কথা বলেছে সেটি নিয়ে পরে আলোচনা করা হবে।উল্লেখ্য, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।এমআর/আরআইপি

Advertisement