ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
Advertisement
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সুজন।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সই করা চিঠিতে বলা হয়, ‘ইসির ওয়েবসাইটে দেখা যায় যে, প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য প্রদান করা হয়নি। যদিও জাতীয় নির্বাচনসহ আগের সব স্থানীয় সরকার নির্বাচনে এসব তথ্য প্রকাশ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত সকল ওয়ার্ড বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের তথ্য প্রকাশ করা হয়নি। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকল ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
ইসির ওয়েবসাইটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সকল প্রার্থীর আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্যসহ পূর্ণাঙ্গ তথ্য দ্রুত প্রকাশের জন্য এবং একই সঙ্গে পেন ড্রাইভে সরবরাহের জন্য আবেদন জানিয়েছে সুজন।
Advertisement
সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা ম্যানুয়েল (২০১৯ সংষ্করণ) এর ১৯ নম্বর পৃষ্ঠায় বলা আছে, ‘প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্রের সাথে ৩ কপি করে হলফনামা, সম্ভাব্য উৎসের বিবরণী, আয়কর রিটার্ন এবং কর পরিশোধের প্রমাণপত্রের কপি রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিল করতে হবে।’
আরও বলা হয়েছে, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র দাখিল করার সাথে সাথে হলফনামা, সম্ভাব্য উৎসের বিবরণী, আয়কর রিটার্ন ও কর পরিশোধের প্রমাণপত্রের অনুলিপি স্ক্যান কেরে পিডিএফ ফাইল তৈরি করে তা ইসি সচিবালয়ের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে প্রেরণ করতে হবে।’
পিডি/আরএস/এমএস
Advertisement